You are currently viewing ক্রিপ্টো ওয়ালেটস এর সকল প্রকার ও a-z পূর্ন ধারনা।

ক্রিপ্টো ওয়ালেটস এর সকল প্রকার ও a-z পূর্ন ধারনা।

আমার ফেভারিট প্রশ্ন, আমার এটার আন্সার দিতে সবচেয়ে বেশি ভাল লাগে কারণ আমার জন্য একজনের ক্রিপ্টো সেইফ প্লেসে রাখতে পারলে বা সে সম্পর্কে জানতে পারলে অবশ্যই খুশী হবো। আর সবার নিজের ক্রিপ্টো সুরক্ষিত রাখতে অবশ্যই এইসব জানা উচিত।

ক্রিপ্টো কারেন্সি স্টোর এর জন্য নানারকম ওয়ালেট

ক্রিপ্টো কারেন্সি স্টোর এর জন্য নানারকম অনেক ওয়ালেট আছে। যারা আলাদাভাবে কাজ করে ও সিকুরিটি লেয়ারও ভিন্ন। আগে ওয়ালেট এর টাইপ জেনে নিন ও তারা কিভাবে কাজ করে,

ওয়ালেট দুই টাইপের হয়,

  1. Hot Wallet
  2. Cold Wallet

এই দুই টাইপের মধ্যে কয়েকটা Centralized ও কয়েকটা Decentralized হয়ে থাকে।

Centralized ওয়ালেট

Centralized ওয়ালেট সেগুলাকে বলে যেগুলাতে কোন কম্পানি বা অন্যের এক্সেস থাকে এবং যেকোন সময় আপনার একাউন্ট লক ও হ্যাক এর প্রবন সম্ভাবনা থাকে। এক্সামপল দেখতে, টুইটারে (Coinbase account) লিখে সার্চ দিন😉।

Decentralized Wallet

Decentralized wallet হচ্ছে সেগুলা যেগুলাতে আপনি শুধুমাত্র ফুল কন্ট্রোল করেন প্রাইভেট key এর মাধ্যমে। অন্য কারো এক্সেস থাকেনা। শুধুমাত্র ওয়ালেট এর মালিক প্রাইভেট key এর মাধ্যমে এক্সেস করতে পারবে।

Hot Wallet

Hot wallet হচ্ছে সেইসব ওয়ালেট যেগুলা ইন্টারনেট ভিত্তিক ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে হয়। Hot wallet আবার অনেক ভাগে ডিভাইড করা হয়। মূলত👇

  • Noncustodial Wallet
  • Exchange Wallet
  • Light Wallet
  • Web Wallet
  • Lightening Wallet

এছাড়া আরো অনেক রকমের আছে।

Noncustodial Wallet

Noncustodial Wallet : এই ওয়ালেট গুলা Decentralized ভিত্তিক হয় ও seed phrase & Private key প্রোভাইড করে থাকে। যেমনঃ Trust wallet, Atomic wallet, Exodus wallet.

Exchange Wallet

Exchange wallet : এক্সচেঞ্জ ওয়ালেট আমরা সবাই চিনি ও ইউজ করি। এক্সচেঞ্জ এর মধ্যে CEX (Centralized) ও DEX (Decentralized) Both রকমই থাকে। যেমনঃ Binance.com আপনার Centralized ও আপনাকে প্রাইভেট key তে এক্সেস দেয় না। অন্যদিকে, Binance.org হচ্ছে Decentralized আপনি আপনার ওয়ালেট এর প্রাইভেট কি তে এক্সেস আছে।

Light Wallet

Light wallet : লাইট ওয়ালেট গুলা হচ্ছে এমন ওয়ালেট যেগুলা যেকোন ডিভাসের মাধ্যমে এক্সেস করা যায় এবং এগুলা Decentralized হয়। যেমনঃ Guarda wallet. আপনি ওয়েবসাইট, ক্রোম এক্সটেনশন, হার্ডওয়ালেটের সাথে ( হার্ডওয়ালেট কি নিচে জানতে পারবেন), এপের মাধ্যমে একাউন্ট এ ডুকতে পারবেন।

Web Wallet

Web Wallet: Web wallet গুলা হচ্ছে যেগুলো শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ভিসিট করে ইউজ করা যায়। এগুলা Decentralized হয়।যেমনঃ Guarda, Airgap, Gallon.

Lightening Wallet

Lightening Wallet : লাইটেনিং ওয়ালেট গুলা অবশ্যই Centralized হয় ও এই ধরনের ওয়ালেট এর ট্রান্সাকশন গুলা Different blockchain এর মাধ্যমে শো করে কারন এগুলা real blockchain এ ট্রান্সাকশন হয়না। আপনার এক ওয়ালেট এর থেকে অন্য ওয়ালেট এ ঠিকই যায় কিন্তু সেটা শুধু দেখানো একটা এমাউন্ট।

Cold Wallet

Cold wallet হচ্ছে সেইসব ওয়ালেট যেগুলা physical visibility আছে ও ওয়ালেট গুলা সম্পূর্ণ অফলাইন ভিত্তিক হয়ে থাকে। যদিও আউটগোয়িং ট্রান্সাকশন করতে কোন সফটওয়্যার বা ওয়েব ওয়ালেট সাহায্য লাগে। বলে রাখার ভালো কোল্ড ওয়ালেট always decentralized হয়। কোল্ড ওয়ালেট দুই টাইপের হয়।

  • Hardware Wallet
  • Paper Wallet

Hardware Wallet

Hardware Wallet : হার্ডওয়ালেট সবচেয়ে সিকিউর বলা হয় কারন আপনার ওয়ালেট অফলাইনে থাকে ও প্রাইভেট key / seed phrase ওই হার্ডওয়্যার ওয়ালেটে স্টোর থাকে। ডেস্কটপ বা মোবাইল ওয়ালেট গুলা আপনার ডিভাইস হ্যাক/রুট করলে হ্যাকার চুরি করে নিয়ে যেতে পারবে। কিন্ত হার্ডওয়ার ওয়ালেট গুলা থেকে পারবেনা ও ৩/৪ টা সিকুরিটি লেয়ার আছে।

Paper Wallet

Paper Wallet : প্যাপার ওয়ালেট নাম যা ঠিক তাই। কাগজের উপর নির্ভরশীল ওয়ালেট। এই ওয়ালেট গুলা বেস্ট রিস্ক হচ্ছে এরা পুরে গেলে বা ভিজে ছিড়ে যেতে পারে। সেক্ষত্রে প্রাইভেট key লিখে ২/৩ যায়গায় না রাখলে অনেক একাউন্ট হারাতে পারেন।

পরিশেষে, সবচেয়ে সেইফ হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট তারপর হচ্ছে সফটওয়্যার ওয়ালেট।