You are currently viewing বিটকয়েনের ভবিষ্যত কি হতে পারে?

বিটকয়েনের ভবিষ্যত কি হতে পারে?

বিটকয়েনের ভবিষ্যত নিয়ে আলোচনা করার আগে, আমরা এর গতিবিধি নিয়ে একটু আলোচনা করি। ২০২০ সালের হ্যালভিং এর আগের চার্টে তাকালে দেখা যাবে যে, মার্চ মাসে অর্থাৎ হ্যালভিং এর ১ মাস আগে বিটকয়েনের মূল্য ৬০% ডাউন হয়েছিল। এরপর অক্টোবর মাস থেকে বিটকয়েনসহ সব ক্রিপ্টো টোকেন পাম্প করা শুরু করে এবং বিটকয়েন তার সর্বোচ্চ মূল্যে পৌঁছায়।

যদি এই ইতিহাস পুনরাবৃত্তি করে তাহলে আমার মনে হয় এখন বিটকয়েনের মূল্য এতটা ডাউন হবে না কারণ এখন বিটকয়েনের পাশাপাশি ETF আছে এবং মার্কেটে অনেক লিকুইডিটি আছে। তবে আমি আশা করি একটু ডাম্প হতে পারে।

কি কোনো ক্রিপ্টো টোকেন নেওয়া উচিত?

আমি মনে করি এখন নতুন কিছু ক্রিপ্টো টোকেন নেওয়া উচিত। তবে বেছে নেওয়া উচিত নতুন হাইপওয়ালা টোকেনগুলো, যেগুলোর মার্কেট ক্যাপ ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ডলারের মধ্যে। এবং টার্গেট রাখা উচিত ১০ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ।

যারা ডিপ প্রাইসে SOL, AVAX কিংবা INJ নিতে পারেন নাই তারা নতুন কিছু টোকেন অ্যাড করতে পারেন। এর ভিতরে একদম নতুন লিস্টিং হওয়া প্রোজেক্টগুলোর ব্যাকগ্রাউন্ড দেখে নেওয়া উচিত।

XAI, MANTA, TIA এই টোকেনগুলো দেখতে পারেন। এছাড়াও হ্যালভিং এর পরে আরো অনেক প্রজেক্ট আসবে। পুরাতন টোকেন থেকে সেইগুলো অবশ্যই ভালো প্রফিট দিবে।

কিভাবে বুঝবেন একটা টোকেন পাম্প দিতে পারে?

একটা সহজ উদাহরণ দেই। TIA এবং DYM একই ধরনের প্রজেক্ট। এই কারণে সবাই TIA এর Airdrop পাওয়ার আশায় DYM ও Staking শুরু করে। ফলাফল চোখের সামনে লগাতার পাম্প হচ্ছে।

এইভাবে আপনি কমপেয়ার করতে পারেন কোন প্রজেক্ট কাকে ফলো করতেছে এবং তাদের মোটিভ কি।

আশা করি আপনি ভালো প্রফিট করতে পারবেন।

আরেকটা কথা, সিগন্যাল ফলো না করে নিজেই নিজেকে সিগন্যাল দিন। এতে নিজেও অনেক কিছু শিখতে পারবেন এবং ভুল হলেও নিজেকে মোটিভেট করতে পারবেন। এজন্য নিজেই ভালোভাবে রিসার্চ করা শুরু করুন। নাহলে এই ক্রিপ্টো জগতে টিকে থাকা যাবেনা।

শুভ কামনা ❤️

Leave a Reply