You are currently viewing ক্রিপ্টো ও ব্লকচেইন কি ও কিভাবে কাজ করে?

ক্রিপ্টো ও ব্লকচেইন কি ও কিভাবে কাজ করে?

ক্রিপ্টো কি এটা সাধারণ প্রশ্ন ও আমরা সবাই কম বেশি আন্সারটা এভাবে দিই যে, ক্রিপ্টো হচ্ছে ডিজিটাল কারেন্সি যেটা ইন্টারনেট ভিত্তিক ও ক্রিপ্টো ইনভেন্ট করা হয়েছিলো ব্যাংক কে রিপ্লেস করে কোন ৩য় ব্যাক্তির সাহায্য ছাড়া sum ট্রান্সাকশন ও নিজেদের portfolio নিজেদের কাছে রাখার জন্য।

কিন্তু বস্তুত রূপে ক্রপ্টো কি জানার জন্য কিভাবে কাজ করে বা এর পিছনের টেকনোলজি সম্পর্কে জানা খুবই প্রয়োজন।

৩টি বিষয় জানা খুব জরুরি,

  1. ক্রিপ্টোগ্রাফি (Cryptography)
  2. ব্লকচেইন (Blockchain)
  3. মাইনিং (Mining)

ক্রিপ্টোগ্রাফি কি ও কিভাবে কাজ করে?

এটা অনেক বড় বিষয় লম্বা প্যারাগ্রাফ লিখতে হবে ডিটেইলস এ বলতে গেলে।

ল্যাটিন শব্দ ক্রিপ্টোস (kryptos) এর অর্থ হচ্ছে ‘লুকানো’, অন্যদিকে গ্রাফি (Grapy) শব্দটি ফরাসি ও জার্মানি শব্দ ‘graphie’ থেকে এসেছে যার অর্থ দাড়ায় ‘লেখার প্রক্রিয়া’। মধ্যযুগে মূল্যবান কিছু জিনিশকে মাটির নিচে লুকাতে এই শব্দটির ব্যবহার দেখা যায়। আসলে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে লেখার একটি ধরণ যেখানে লুকানো অনেক কিছুই থাকে। ক্রিপ্টোগ্রাফি মূলত কোড লেখার মতো‌ই একটি আধুনিক শিল্প যা ডিকোড (Decode) করলে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায়।

একটা এক্সাপল দেই, ধরে নিন আপনার একটা মেসেজ আপনি অন্যজনের কাছে পাঠাতে চান কিন্তু সেটা যাতে কেউ না জানতে পারে অর্থাৎ লুকিয়ে পাঠাতে চান তখন ক্রিপ্টগ্রাফি ইউজ করলে আপনার সেই মেসেজটি একটা কিছু কোডের মধ্যে চলে যাবে সেটা শুধু সেই দেখতে পাবে যাকে আপনি মেসেজটি সেন্ড করবেন তাও আবার পাসওয়ার্ড দিয়ে।

ক্রিপ্টো কারেন্সি এর ভাষায়, এইখানে আপনার মেসেজটি হচ্ছে কোন ক্রিপ্টো i.e BTC. এই মেসেজটি যাকে তার এড্রেস(public key) এ পাঠাচ্ছেন সেটি দেখতে যে পাসওয়ার্ড লাগবে বলছিলাম সেটি হচ্ছে প্রাইভেট key.

Blockchain কি ও কিভাবে কাজ করে?

এটা কমবেশ সবাই জানি কিন্তু অনেকেই জানিনা বা বুঝিনা। ব্লকচেইন হচ্ছে একটি ডাটাবেজ যেখান কোন ডাটা সংগ্রহ করা হয়। ব্লকচেইন শুধুমাত্র আপনার ক্রিপ্টো ট্রান্সাকশন এর রেকর্ড রাখার জন্য না যেকোন কিছুর জন্য ব্যবহার করা যেতে পারে। ব্লকচেইন রেকর্ডেড ট্রান্সাকশন গুলা কখনো মুছা যায় না কারন শত শত ডিভাইস রেকর্ড ভেলিডেট করে।

ক্রিপ্টোগ্রাফি এর যদি সম্পর্ক এর কথা বলি, তাহলে আপনার ফ্রেন্ডকে আপনার পাঠানো মেসেজটি কোন এড্রেস থেকে কখন কোন সময় পাঠানো হয়েছে ও কোন মাইনার এই মেসেজটি ভেলিডেট করেছে সেসবের রেকর্ড রাখে।

মাইনারদের ভূমিকা কি?

সোজাসাপটা ভাষায় মাইনাররা আপনার ক্রিপ্টোগ্রাফি এর ম্য্যসেজটি আপনার থেকে আপনার বন্ধুর কাছে পাঠায় কিছু ফি নিয়ে। মাংনিং করার বিভিন্ন পদ্ধতি ও algorithm আছে like, POW, POS, DPOS, PoT. সো এইসব অনেক ব্যাখার বিষয় না যাওয়াই ভাল।

২০০৮ এর শেষ ও ২০০৯ এর শুরুর দিকে বিটকয়েন এর মাধ্যমে ক্রিপ্টো এর পথচলা শুরু।